দীর্ঘ সময়ের বিরতির পর আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে কাবুলে পুনরায় দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর কাবুলে ভারতসহ বেশ কিছু দেশের দূতাবাস বন্ধ হয়ে যায়। এবার ভারত পুনরায় সংলাপ ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে উদ্যোগী হয়েছে। জয়শঙ্কর বলেন, “আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্ক আরও এগিয়ে নিতে আমরা কাবুলে আমাদের কূটনৈতিক মিশনকে আবারও দূতাবাসের মর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি।”
তালেবান সরকারের শীর্ষ নেতাদের এই সফর নয়াদিল্লিতে প্রথমবারের মতো। আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাত দিনের সফরে ভারতে আসেন। শুক্রবারের বৈঠকে দুই পক্ষ উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও রাজনৈতিক সংযোগ জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও মুত্তাকি ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণে একমত হয়েছিলেন। এরপর মে মাসেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে আরও আলোচনা হয়।
Leave a comment