নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই পরিবারের সবাই দগ্ধ হন।
দগ্ধরা হলেন—
• তিন্নি (১২) – দগ্ধ ২২%
• মুন্নি (১৪) – দগ্ধ ২৮%
• মৌরি (৬) – দগ্ধ ৩৬%
• মানব চৌধুরী (৪০) – দগ্ধ ৭০% (গুরুতর)
• বাচা (৩৮) – দগ্ধ ৪৫%
তাদেরকে দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠানটির সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, “একই পরিবারের পাঁচজন ভর্তি হয়েছেন। দগ্ধদের মধ্যে মানব চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও গুরুতর আঘাত পেয়েছেন। নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।”
রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা বারবার ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস লাইন মেরামতে অবহেলা এবং অব্যবস্থাপনা এ ধরনের দুর্ঘটনার মূল কারণ। জনসচেতনতার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলেও তারা মনে করেন।
Leave a comment