পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের প্রস্তুতিতে সরগরম সারাদেশ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। গত দুই দিনে (২৮ ও ২৯ মার্চ) প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ (৩০ মার্চ) এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) রাজধানী ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৩৩৭ জন মোবাইল ব্যবহারকারী, আর শনিবার (২৯ মার্চ) এই সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে। মোবাইল অপারেটরদের তথ্য অনুযায়ী, দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১টি মোবাইল সিম ঢাকার বাইরে ব্যবহৃত হয়েছে।
চারটি প্রধান মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের দেওয়া তথ্যে দেখা গেছে, শুক্রবার ঢাকা ছেড়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন গ্রামীণফোনের গ্রাহক, সংখ্যা প্রায় ৮ লাখ ১৬ হাজার ৫০২। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬ এবং টেলিটকের ৯৭ হাজার ৬৩ জন গ্রাহক সেদিন ঢাকা ছেড়েছেন।
প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, ২৮ মার্চ রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিমধারী, তবে একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২ জন। পরদিন শনিবার এই প্রস্থান আরও বেড়ে দাঁড়ায় ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে, যেখানে ঢাকায় প্রবেশ করেছেন মাত্র ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।
গত বছরের তুলনায় এবারের ঢাকা ছাড়ার প্রবণতা কিছুটা কম। ২০২৪ সালে ঈদুল ফিতরের আগের চার দিনে (৬-৯ এপ্রিল) প্রায় ৫৭ লাখ মোবাইল সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও বেশি, প্রায় ১ কোটি ২০ লাখ। তবে এসব পরিসংখ্যান মোবাইল সিমের ভিত্তিতে নির্ধারিত, যেখানে অনেক শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যের হিসাব অন্তর্ভুক্ত নেই।
দেশের অন্যতম ব্যস্ত নগরী ঢাকায় ঈদের আগে মানুষের এই গণপ্রবাহ প্রতি বছরই লক্ষ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন ও অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এই বিপুল সংখ্যক মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
Leave a comment