Home জাতীয় ঈদযাত্রা: দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী
জাতীয়

ঈদযাত্রা: দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী

Share
Share

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের প্রস্তুতিতে সরগরম সারাদেশ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। গত দুই দিনে (২৮ ও ২৯ মার্চ) প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ (৩০ মার্চ) এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) রাজধানী ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৩৩৭ জন মোবাইল ব্যবহারকারী, আর শনিবার (২৯ মার্চ) এই সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে। মোবাইল অপারেটরদের তথ্য অনুযায়ী, দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১টি মোবাইল সিম ঢাকার বাইরে ব্যবহৃত হয়েছে।
চারটি প্রধান মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের দেওয়া তথ্যে দেখা গেছে, শুক্রবার ঢাকা ছেড়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন গ্রামীণফোনের গ্রাহক, সংখ্যা প্রায় ৮ লাখ ১৬ হাজার ৫০২। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬ এবং টেলিটকের ৯৭ হাজার ৬৩ জন গ্রাহক সেদিন ঢাকা ছেড়েছেন।
প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, ২৮ মার্চ রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিমধারী, তবে একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২ জন। পরদিন শনিবার এই প্রস্থান আরও বেড়ে দাঁড়ায় ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে, যেখানে ঢাকায় প্রবেশ করেছেন মাত্র ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।
গত বছরের তুলনায় এবারের ঢাকা ছাড়ার প্রবণতা কিছুটা কম। ২০২৪ সালে ঈদুল ফিতরের আগের চার দিনে (৬-৯ এপ্রিল) প্রায় ৫৭ লাখ মোবাইল সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও বেশি, প্রায় ১ কোটি ২০ লাখ। তবে এসব পরিসংখ্যান মোবাইল সিমের ভিত্তিতে নির্ধারিত, যেখানে অনেক শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যের হিসাব অন্তর্ভুক্ত নেই।
দেশের অন্যতম ব্যস্ত নগরী ঢাকায় ঈদের আগে মানুষের এই গণপ্রবাহ প্রতি বছরই লক্ষ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন ও অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এই বিপুল সংখ্যক মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ ইউরোপের দাবানলে পুড়ছে গ্রিস

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। শুধু গত ২৪...

“আমি ভবের পাগল নই, ভাবের পাগল” — সমু চৌধুরীর খোলামেলা স্বীকারোক্তি

ছোট ও বড় পর্দার পরিচিত মুখ সমু চৌধুরী সম্প্রতি একটি ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। টাঙ্গাইলের গফরগাঁওয়ের মিসকিন মাজারের...

Related Articles

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় মা ও শিশু কন্যার মৃত্যু

কুমিল্লার চান্দিনা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের চাপায় মা ও শিশু কন্যার...

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ-মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৪

নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ-মাহফিলে ইমাম-মুয়াজ্জিন ও দুই...

নতুন সংবিধানের দাবি এড়িয়ে যাওয়ার অভিযোগ ড. ইউনুসের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে ‘সংস্কারকৃত সংবিধান’ শব্দ ব্যবহার...

ধানমন্ডি ৩২–এ আটক রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে...