Home আন্তর্জাতিক ইথিওপিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ট্রাক উল্টে নিহত……
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইথিওপিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ট্রাক উল্টে নিহত……

Share
Share

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কার্গো ট্রাক উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬৫ জন। নিহত ও আহত সবাই ইথিওপিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশ জিবুতিতে অবৈধভাবে যাওয়ার পথে মঙ্গলবার (স্থানীয় সময়) দেশটির উত্তরাঞ্চলীয় আফার প্রদেশের সিমেরা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আফার পুলিশের বরাতে জানা গেছে, ট্রাকটিতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা মানবপাচারকারীদের সহায়তায় গোপন পথে জিবুতির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। দুর্ঘটনাস্থলটি জিবুতি সীমান্ত থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থিত একটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে সড়কব্যবস্থা অত্যন্ত নাজুক।

আফার পুলিশের জনসংযোগ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, “ট্রাকটিতে থাকা যাত্রীরা স্থানীয় মানবপাচার দালালদের প্রলোভনে পড়ে এই বিপজ্জনক রুটে যাত্রা করেছিলেন। তারা এই পথের ঝুঁকি ও সম্ভাব্য বিপদের বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না।” বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত যাত্রীবোঝাই এবং অনুপযুক্ত যানবাহন ব্যবহারের কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আফার প্রাদেশিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব প্রাদেশিক সরকার বহন করছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে আফার প্রশাসন।

এই দুর্ঘটনা আবারও পূর্ব আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যের দিকে বিপজ্জনক অভিবাসন রুট ব্যবহারের ভয়াবহ দিকটি সামনে নিয়ে এসেছে। ইথিওপিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া ও জিবুতি—এই চারটি দেশ নিয়ে গঠিত অঞ্চলটি ‘হর্ন অব আফ্রিকা’ নামে পরিচিত। এই অঞ্চলের দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ঝুঁকিপূর্ণ পথে পাড়ি জমায়।

ইথিওপিয়া ও ইরিত্রিয়া স্থলবেষ্টিত দেশ হওয়ায় অভিবাসনপ্রত্যাশীদের বড় একটি অংশ প্রথমে জিবুতিতে পৌঁছানোর চেষ্টা করেন। জিবুতির লোহিত সাগরের উপকূল থেকে নৌকায় করে তারা ইয়েমেনে যান, এরপর ইয়েমেন হয়ে সৌদি আরবসহ উপসাগরীয় বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেন। এই পুরো যাত্রাপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

জাতিসংঘের বৈশ্বিক অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) দীর্ঘদিন ধরেই এই রুটকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি হিসেবে চিহ্নিত করে আসছে। আইওএম-এর তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই রুটে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯০ জন অভিবাসনপ্রত্যাশী। সংস্থাটি এই পথকে বিশ্বের সবচেয়ে ‘বিপদসঙ্কুল রুট’ হিসেবে উল্লেখ করেছে।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ইথিওপিয়ার বহু নাগরিক ঝুঁকি জেনেও বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ ও অনুন্নত অঞ্চলের তরুণরা মানবপাচারকারীদের মিথ্যা আশ্বাসে সহজেই প্রলুব্ধ হচ্ছেন।
তবে এত বিপদের পরও এই রুটের ব্যবহার কমছে না। আইওএম-এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত অভিবাসন রুটগুলোর একটি। মানবপাচারকারীরা এই সুযোগ কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জন করছে, আর অভিবাসনপ্রত্যাশীরা প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে চলাচল করছেন।
বিশ্লেষকদের মতে, আফার প্রদেশে ট্রাক দুর্ঘটনাটি কেবল একটি সড়ক দুর্ঘটনা নয়; বরং এটি অবৈধ অভিবাসন, মানবপাচার এবং আঞ্চলিক দারিদ্র্যের একটি নির্মম প্রতিফলন। তারা মনে করেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, বরং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার বিকল্প পথ তৈরি না করা গেলে এই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধ করা কঠিন হবে।
ইথিওপিয়ার সরকার ইতোমধ্যে মানবপাচার রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বললেও বাস্তবতা হলো—বিপজ্জনক এই রুটে মৃত্যুর মিছিল থামছে না। আফার প্রদেশের সর্বশেষ এই দুর্ঘটনা সেই কঠিন বাস্তবতাকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
সূত্র : আলজাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে...

বাংলাদেশ পাকিস্তানের মতো সন্ত্রাসী পাঠায়নি: মুস্তাফিজ ইস্যুতে শশী থারুর

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান...

Related Articles

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত ১০০

ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে...

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি দিলেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ...

কলকাতার পথকুকুর আলোক: বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে আমেরিকায় শান্তির পদযাত্রার সহচর

কলকাতার রাস্তায় জন্ম নেওয়া এবং সেখানকার পথেই বড় হওয়া আলোক নামের একটি...

সৌদির মরুর বুকে চালু হচ্ছে আলট্রা-লাক্সারি ট্রেন

মধ্যপ্রাচ্যের মরুভূমির সৌন্দর্য আবিষ্কারের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে সৌদি আরব। এই বছর...