রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলোর জোট। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপের ২৭তম সম্মেলনে এই অঙ্গীকার আসে। প্রায় ৫০টি দেশের এই জোট ইউক্রেনকে সহায়তা দিতে গঠিত হয়েছিল যুদ্ধ শুরুর পরপরই।
সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি ও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও অংশ নেয়, যদিও এখন নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, সহায়তার এই অঙ্ক ইউক্রেনের জন্য রেকর্ড। তার দেশ ২০২৫ সালে ৪.৫ বিলিয়ন ইউরো সহায়তা দেবে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, ২০২৯ সাল পর্যন্ত অতিরিক্ত ১১ বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। তিনি বলেন, ইউক্রেনে নিকট ভবিষ্যতে শান্তি অধরাই থেকে যেতে পারে।
এ সময় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, ইউরোপ নিরাপত্তা সহায়তায় নেতৃত্ব দিচ্ছে, তবে যুক্তরাষ্ট্রও পাশে রয়েছে।
সম্মেলনের সময়ই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ছিলেন মস্কোয়। ক্রেমলিন নিশ্চিত করেছে, পুতিনের সঙ্গে বৈঠক হলে গণমাধ্যমকে জানানো হবে। ইউক্রেন বলছে, যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান শিগগির পরিষ্কার হবে।
এদিকে ইউক্রেনে সামরিক আইনের মেয়াদ ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে মার্শাল ল জারি রয়েছে।
Leave a comment