Home আন্তর্জাতিক ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তার ঘোষণা পশ্চিমা জোটের
আন্তর্জাতিক

ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তার ঘোষণা পশ্চিমা জোটের

Share
Share

 

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলোর জোট। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপের ২৭তম সম্মেলনে এই অঙ্গীকার আসে। প্রায় ৫০টি দেশের এই জোট ইউক্রেনকে সহায়তা দিতে গঠিত হয়েছিল যুদ্ধ শুরুর পরপরই।

সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি ও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও অংশ নেয়, যদিও এখন নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, সহায়তার এই অঙ্ক ইউক্রেনের জন্য রেকর্ড। তার দেশ ২০২৫ সালে ৪.৫ বিলিয়ন ইউরো সহায়তা দেবে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, ২০২৯ সাল পর্যন্ত অতিরিক্ত ১১ বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। তিনি বলেন, ইউক্রেনে নিকট ভবিষ্যতে শান্তি অধরাই থেকে যেতে পারে।

এ সময় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, ইউরোপ নিরাপত্তা সহায়তায় নেতৃত্ব দিচ্ছে, তবে যুক্তরাষ্ট্রও পাশে রয়েছে।

সম্মেলনের সময়ই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ছিলেন মস্কোয়। ক্রেমলিন নিশ্চিত করেছে, পুতিনের সঙ্গে বৈঠক হলে গণমাধ্যমকে জানানো হবে। ইউক্রেন বলছে, যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান শিগগির পরিষ্কার হবে।

এদিকে ইউক্রেনে সামরিক আইনের মেয়াদ ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে মার্শাল ল জারি রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে...

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে...

Related Articles

গাজায় প্রবেশ করল ৪০০-র বেশি ত্রাণবাহী ট্রাক

ক্ষুধা ও মানবিক সংকটে জর্জরিত গাজা উপত্যকায় মঙ্গলবার (১৮ আগস্ট) ৪০০–র বেশি...

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭...

ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন

ভারতের গুজরাট রাজ্যের ভাবনগরে স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ এক নাটককে...

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে সংঘটিত এই...