কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার (প্রায় ১০৭ ফুট হওয়ায়) কাছাকাছি পৌঁছানোয় আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।
এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার রাতে বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে হ্রদের পানিপ্রবাহ ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির প্রবাহ বাড়লে গেট আরও বেশি পরিমাণে খোলা হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিঃসরণ হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধ দিয়ে স্থাপন করা হয় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি। এই কেন্দ্র থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। বাঁধের উজানের অংশটি ‘কাপ্তাই হ্রদ’ নামে পরিচিত।
Leave a comment