Home জাতীয় অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ- ‘দিন: দ্য ডে’তে নিজেকে না দেখে হতাশ অভিনেতা
জাতীয়বিনোদন

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ- ‘দিন: দ্য ডে’তে নিজেকে না দেখে হতাশ অভিনেতা

Share
Share

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। কয়েক বছর আগে আয়োজন করা তাঁর ‘ট্যালেন্ট হান্ট’ রিয়েলিটি শো থেকে নির্বাচিত হওয়া এক তরুণ মডেল—সাব্বির আহমেদ আরবিন অভিযোগ করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সিনেমায় কাজের সুযোগ পেলেও শেষ পর্যন্ত পর্দায় তার কোনো দৃশ্য রাখা হয়নি।

২০১৫ সালে অনন্ত জলিল দেশব্যাপী শিল্পী খোঁজার উদ্যোগ নেন ‘ট্যালেন্ট হান্ট’ নামে একটি রিয়েলিটি শো আয়োজনের মাধ্যমে। তাঁর দাবি ছিল, বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মুখ এনে শিল্পী সংকট দূর করাই এ উদ্যোগের উদ্দেশ্য। দেশজুড়ে প্রায় তিন লাখ প্রতিযোগী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে নির্বাচিত হন সাব্বির আহমেদ আরবিন, যিনি ‘হিরো’ ক্যাটাগরিতে চূড়ান্ত হন। অনন্ত জলিল তখন ঘোষণা দিয়েছিলেন, এই প্রতিযোগিতা থেকে পাওয়া নতুন মুখদের তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’-এ নেওয়া হবে। তবে পরবর্তীতে সিনেমাটি আর নির্মাণের মুখ দেখেনি।

আরবিন জানান, “দীর্ঘদিন অপেক্ষার পর আমাকে ২০১৮ সালে জানানো হয়, ‘দিন: দ্য ডে’ সিনেমায় আমি অভিনয়ের সুযোগ পাচ্ছি। অনন্ত ভাই নিজেই জানিয়েছিলেন, ট্যালেন্ট হান্ট থেকে পাওয়া কয়েকজনকে এই ছবিতে রাখা হবে।”

তিনি আরও বলেন,“মিটিংয়ের পর আমাকে একটি পুলিশ চরিত্রে বাছাই করা হয়। এরপর শুটিং শুরু হয়। কস্টিউম পরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি। প্রথম চার দিন কোনো শট হয়নি, পরে অল্প কিছু দৃশ্যে অভিনয় করি। মোটামুটি আট দিন শুটিং করেছি।”

তবে আরবিনের হতাশা শুরু হয় সিনেমা মুক্তির পর। তাঁর ভাষায়,“সবাই জানতে পারে আমি সিনেমাটিতে অভিনয় করেছি। পরিবারের সবাইকে নিয়ে হলে দেখতে যাই। কিন্তু পুরো সিনেমা দেখে নিজের কোনো দৃশ্য খুঁজে পাইনি। খুব লজ্জায় পড়েছিলাম। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘দিন: দ্য ডে’, যেটি পরিচালনা করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
সিনেমাটিতে অনন্ত জলিল ও তাঁর স্ত্রী বর্ষার পাশাপাশি অভিনয় করেন ইরান ও লেবাননের কয়েকজন তারকা অভিনেতা। ২০১৮ সাল থেকে দীর্ঘ সময় ধরে ছবিটি নির্মাণাধীন থাকার পর ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মুক্তির পর ‘দিন: দ্য ডে’ বাণিজ্যিকভাবে তেমন সাড়া না পেলেও, এর বিশাল বাজেট, বিদেশি লোকেশন ও অ্যাকশন দৃশ্য নিয়ে তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাংলাদেশের তরুণ অভিনেতা ও মডেলদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন, বড় তারকা বা প্রযোজকরা নতুন মুখদের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রাখেন না। আরবিনের ঘটনা সেই বাস্তবতারই আরেক প্রতিচ্ছবি বলে অনেকে মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুষ্টিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার...

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি

বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সরকার আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে। আইন, বিচার ও...

Related Articles

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় তোফাজ্জল বিশ্বাস (৫০) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক...

ফেনীর সোনাগাজীতে অটোচালককে গলা কেটে হত্যা

ফেনীর সোনাগাজী উপজেলায় মনোরঞ্জন রায় নামে এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা গলা কেটে...

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কে রোববার সন্ধ্যার পর বন্যহাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে।...

পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক গৃহবধূকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।...