Home আন্তর্জাতিক পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার

Share
Share

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। নগরীর ব্যস্ততম শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে বুধবার আরও ৩০ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ এই উদ্ধার অভিযানের পর গুল প্লাজা অগ্নিকাণ্ডে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬১ জনে। তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

করাচির দক্ষিণ জোনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আসাদ রাজা এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, গুল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘দুবাই ক্রোকারিজ’ নামের একটি দোকান থেকে এই ৩০টি মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, “এ পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া শুরু হয়েছে।”

ডিআইজি আসাদ রাজা আরও জানান, এখনো ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ না হওয়ায় নিহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ধারণে সময় লাগবে।

গত শনিবার, ১৭ জানুয়ারি, করাচির অন্যতম বড় শপিং কমপ্লেক্স গুল প্লাজার বেসমেন্টে প্রথম আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি হয়েছে। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে। ঘন ধোঁয়া, উচ্চ তাপমাত্রা এবং ভবনের ভেতরে আটকে পড়া মানুষ উদ্ধার কাজে বড় ধরনের বাধা সৃষ্টি করে।

১৯৮০ সালে নির্মিত পাঁচতলা বিশিষ্ট গুল প্লাজাটি আয়তনে একটি ফুটবল মাঠের চেয়েও বড়। এই শপিং কমপ্লেক্সে প্রায় ১ হাজার ২০০টির বেশি দোকান রয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এসব দোকানের অধিকাংশই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্রে জানা গেছে, করাচিতে এর আগে এত বড় পরিসরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে প্রাণহানির জন্য গুল প্লাজার কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

করাচি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা পাকিস্তানি সংবাদমাধ্যমকে জানান, গুল প্লাজায় মোট ২৬টি ফটক বা গেট থাকলেও চলাচলের জন্য মাত্র দুটি গেট ব্যবহারযোগ্য ছিল। বাকি গেটগুলো প্রায় সবসময়ই বন্ধ রাখা হতো। অগ্নিকাণ্ডের সময়ও এসব গেট খোলা হয়নি, ফলে শত শত মানুষ ভবনের ভেতরে আটকে পড়েন।

এছাড়া, মার্কেটের অগ্নিনির্বাপক যন্ত্রগুলো দীর্ঘদিন ধরে অকার্যকর ছিল বলেও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ব্রিফিংয়ে ডিআইজি আসাদ রাজা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর ক্ষেত্রে একটি মারাত্মক তথ্য সামনে এসেছে। আগুন থেকে বাঁচার আশায় অনেক দোকানি ও কর্মচারী দোকানের শাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পরে সেই শাটারই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, “প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে গিয়ে শাটার বন্ধ করা হয়েছিল। কিন্তু অক্সিজেনের অভাব ও তীব্র ধোঁয়ার কারণে তারা আর বের হতে পারেননি।” নিহতদের মধ্যে দোকান মালিক, কর্মচারী এবং ক্রেতারাও রয়েছেন।

গুল প্লাজা অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে সিন্ধ প্রাদেশিক সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। করাচির পুলিশপ্রধান ও কমিশনার সৈয়দ হাসান নাকভি জানিয়েছেন, কমিটি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিকাণ্ডের কারণ, দায় এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, “এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

এই ভয়াবহ দুর্ঘটনা করাচিসহ পুরো পাকিস্তানে শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবনগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত অগ্নি-নিরাপত্তা অডিট, জরুরি নির্গমনপথ খোলা রাখা এবং কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত না করলে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মা বাইরে কাজে ব্যস্ত,আগুনে পুড়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘরের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ছোঁয়া খাতুন।...

মাত্র ৫ মাসে কোরআন হেফজ করেছে ৯ বছরের নুসরাত

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছর বয়সী নুসরাত জাহান...

Related Articles

আমাদের নেতার দিকে হাত বাড়ালে তা কেটে ফেলা হবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে...

গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার...

৫ লাখ স্নাতকধারী বেকারকে বিনা সুদে ঋণ দেবে জামায়াত

ক্ষমতায় গেলে দেশের ৫ লাখ স্নাতকধারী বেকার তরুণকে বিনা সুদে ঋণ দেওয়ার...