বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহবন্ধন মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। এমন খবর শোবিজ অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এতদিন গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা জল্পনার মধ্যেই বিষয়টি ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে নিজেই বিচ্ছেদের সত্যতা স্বীকার করলেন তাহসান।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত মন্তব্যে তাহসান জানান, রোজার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সত্য। তারা বর্তমানে একসঙ্গে থাকছেন না এবং কয়েক মাস ধরেই আলাদা জীবন যাপন করছেন। তিনি আরও বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
সংবাদমাধ্যমকে এই গায়ক-অভিনেতা বলেন,“অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে। আমি একটু শান্তি চাই । তার কথায় স্পষ্ট, ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মধ্যে অতিরিক্ত প্রচার ও অনুসন্ধান তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে।
তাহসান ও রোজা আহমেদের বিয়ে হয়েছিল গত বছরের ৪ জানুয়ারি। মাত্র চার মাসের পরিচয়ের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা তখন ভক্তদের মধ্যে যেমন আগ্রহ সৃষ্টি করেছিল, তেমনি বিস্ময়ও জাগিয়েছিল। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত মুহূর্ত ঘিরে নানা ছবি ও খবর ছড়িয়ে পড়ে। এমনকি চলতি বছরের ৪ জানুয়ারি—তাদের বিবাহবার্ষিকী ঘিরেও অনলাইনে নানা ধরনের ‘উদযাপন’মূলক পোস্ট ভাইরাল হয়। কিন্তু বাস্তবে তাদের জন্য এই দিনটি ছিল অস্বস্তিকর, কারণ তখন থেকেই দুজনের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক তাহসান ও রোজার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় মৌলিক পার্থক্য ধরা পড়ে। তাহসান আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবন বেছে নিতে চেয়েছিলেন। সে কারণেই তিনি ধীরে ধীরে শোবিজের বাইরে সরে যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় থাকা এবং সংসারকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে রোজার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন গতির। বিয়ের পর তার পরিচিতি ও সামাজিক পরিসর আরও বেড়ে যায়। নতুন এই পরিচিতি ও আলোচনাকে তিনি উপভোগ করছিলেন বলেই জানান সংশ্লিষ্টরা। এই ভিন্ন মানসিকতা ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে।
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর রোজা আহমেদ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তার সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য নেই। ফলে একদিকে তাহসানের স্বীকারোক্তি, অন্যদিকে রোজার নীরবতা—এই বৈপরীত্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
তাহসান খান বাংলাদেশের সংগীত ও নাট্যজগতের অন্যতম পরিচিত মুখ। গায়ক হিসেবে যাত্রা শুরু করলেও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা পান। সংগীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই তিনি সমানভাবে সফল। ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায়ও দেখা গেছে তাকে।
আগেও তাহসানের ব্যক্তিগত জীবন আলোচনায় এসেছে। ২০০৬ সালের ৭ আগস্ট তিনি অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে।
Leave a comment