ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ‘দায়ী’ হিসেবে উল্লেখ করে তাদের ছবিসংবলিত একটি ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে এ ঘৃণাস্তম্ভের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করে হত্যার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তার অভিযোগ- হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি ও আশ্রয়দাতারা সবাই এখনো নিরাপদে রয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি ঘৃণা জানাই।”
এ সময় তিনি বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ নামকরণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রাশেদ প্রধান।
তিনি বলেন, “সরকার অনুমতি দিলে জনগণের অর্থায়নেই আমরা স্থায়ী ঘৃণাস্তম্ভ নির্মাণ করব। এতে সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা হাদি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের মতে, এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দ্রুত বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছে।
Leave a comment