সাতক্ষীরার দেবহাটায় ৮ বছরের এক শিশুকে দীর্ঘদিন ধরে দফায় দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে তারই পাশের বাড়ির এক বৃদ্ধের বিরুদ্ধে।
নিপীড়নের শিকার শিশুটি টাউন শ্রীপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাড়ি দেবহাটা উপজেলার চর রহিমপুর গ্রামে।
শিশুটির মা ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী মৃত মাদার গাজীর ছেলে মানিক গাজী (৬০) বিভিন্ন সময়ে সুযোগ বুঝে শিশুটিকে কয়েক দফায় ধর্ষণ করেছে। ঘটনাটি মঙ্গলবার সকালে এলাকায় জানাজানি হলে অভিযুক্তের পরিবার বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।
নির্যাতিত শিশুটিকে সকালেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডালিয়া আক্তার তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন চিকিৎসক মীর মাহফুজ আলম। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দেবহাটা থানার এসআই মফিজ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে এবং তথ্য সংগ্রহ করেছে। ভিকটিমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে এবং অভিযুক্ত মানিক গাজীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
Leave a comment