নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ছোটন মিয়া (৩৫) নামে এক হ্যান্ড ট্রলিচালক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া–আঠারবাড়ি সড়কের গন্ডা ইউনিয়নের কালিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোটন মিয়া রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের মৃত ফসর আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ট্রাকচালক হোসেন আলী এবং তার সহকারী ইসমাঈল মিয়াকে আটক করেছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির দাস জানিয়েছেন।
ওসি জানান, ছোটন মিয়া সাহিতপুর এলাকা থেকে ধানের খড়—গোখাদ্য বোঝাই করে হ্যান্ড ট্রলি নিয়ে আঠারোবাড়ি যাচ্ছিলেন। পথে কালিয়ান এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর ছোটন ট্রলি থেকে ছিটকে সড়কে পড়ে মারাত্মক আহত হন।
তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ এবং চালক–সহকারীকে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”
Leave a comment