Home আন্তর্জাতিক বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগে পশ্চিমবঙ্গে উত্তেজনা, সতর্ক করলেন মমতা
আন্তর্জাতিক

বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগে পশ্চিমবঙ্গে উত্তেজনা, সতর্ক করলেন মমতা

Share
Share

ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের পুনর্নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গজুড়ে উত্তেজনা চরমে উঠেছে। মুর্শিদাবাদের রেজিনগরে শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টিকে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করছে বিজেপি, অন্যদিকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্বঘোষণা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এ কর্মসূচির আয়োজন করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবিত মসজিদের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্মিত দুইস্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় ৪০০ মানুষের উদ্দেশে ভাষণ দেন কবীর। তিনি সৌদি আরব থেকে আগত দুই আলেমকে পরিচয় করিয়ে দিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানের মধ্য দিয়ে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মসজিদ নির্মাণ প্রসঙ্গে কবীর বলেন, “উপাসনালয় নির্মাণ সাংবিধানিক অধিকার। ১৯৯২ সালের ধ্বংসের ক্ষত মুছতেই বাবরি মসজিদ আবার গড়ে তোলা হবে।” তিনি অভিযোগ করেন, মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয় দেখানোর রাজনীতি হচ্ছে, প্রশ্ন তোলেন—“দেশে ৪০ কোটি মুসলমান, রাজ্যে ৪ কোটি; তারা কি একটি মসজিদও নির্মাণ করতে পারবে না?”

এদিকে তৃণমূল কংগ্রেস বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, “ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার আছে, তবে ধর্মীয় আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অনুচিত।”

বিজেপি এই কর্মসূচিকে সরাসরি রাজনৈতিক বলে অভিযুক্ত করেছে। দলটির আইটি সেল প্রধান অমিত মালব্য বলেন, “এটি ধর্মীয় প্রকল্প নয়, নির্বাচনের আগে আবেগ উসকে ভোটব্যাঙ্ক শক্তিশালী করার কৌশল।” বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষও অভিযোগ করেন, “২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূলই সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।”

এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ পোস্ট করে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, “সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বাংলার মাটি কখনও বিভেদের কাছে মাথা নত করেনি।” রেজিনগরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান...

মা বাইরে কাজে ব্যস্ত,আগুনে পুড়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘরের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ছোঁয়া খাতুন।...

Related Articles

আমাদের নেতার দিকে হাত বাড়ালে তা কেটে ফেলা হবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে...

গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার...

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।...