ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে বুধবার (৩ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীদের তুমুল সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ মাওবাদী বিদ্রোহী ও তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন ।
বিজাপুর-দান্তেওয়াড়া জেলা সীমান্তের গভীর বনাঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল। ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানান, সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আর পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন, দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
মাওবাদীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকার রক্ষার দাবিতে বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে মাওবাদীদের বিদ্রোহ শুরু হয়। নকশাল নামে পরিচিত এই বিদ্রোহী গোষ্ঠী এক সময় দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণে ছিল।
দুই মাস আগে মাওবাদীরা সশস্ত্র সংগ্রাম স্থগিত করার ঘোষণা দিয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ মাওবাদী যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তবে বুধবারের সংঘর্ষ প্রমাণ করছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে।
ছত্তিশগড়ের এই সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ১২ হাজারের বেশি বিদ্রোহী, সেনা সদস্য ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গত বছর মাওবাদী বিদ্রোহীদের আত্মসমর্পণ বা সর্বাত্মক হামলার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।
Leave a comment