Home জাতীয় অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব

Share
Share

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত, বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘জেনে-বুঝেই’ তিনি এ তথ্য প্রকাশ করেছেন এবং যে কোনো অবস্থায় কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব জানান, ‘পররাষ্ট্র উপদেষ্টা যাই বলুন, প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে। বিষয়টি নিয়ে আমি নিশ্চিত তথ্যের ভিত্তিতেই কথা বলেছি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি কামালকে ফেরত আনার প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন, যা আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রত্যর্পণ সম্পর্কিত কোনো লিখিত নথি তাদের কাছে নেই। বাংলাদেশ–ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, উভয় দেশই পলাতক আসামিকে ফিরিয়ে দিতে পারে। তবে চুক্তির বিভিন্ন শর্ত এবং ব্যতিক্রমধারা প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করে তোলে।

প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশজুড়ে সংঘটিত গুম ও খুনের মতো গুরুতর অপরাধের মূল পরিকল্পনাকারী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যে অপরাধগুলো হয়েছে, সেই দায় এড়ানো যাবে না। ভারতও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কামালকে ফিরিয়ে আনার যথেষ্ট সুযোগ আছে। তিনি বলেন, “আইনি কাঠামো ও কূটনৈতিক সমন্বয় ঠিকভাবে হলে কামালের প্রত্যর্পণ সম্ভব।” তবে তিনি আরও জানান, একই চুক্তি ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা তুলনামূলকভাবে কঠিন হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মা বাইরে কাজে ব্যস্ত,আগুনে পুড়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘরের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ছোঁয়া খাতুন।...

মাত্র ৫ মাসে কোরআন হেফজ করেছে ৯ বছরের নুসরাত

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছর বয়সী নুসরাত জাহান...

Related Articles

আমাদের নেতার দিকে হাত বাড়ালে তা কেটে ফেলা হবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার...

সাড়ে ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজা হলো দুই বোন

নরসিংদীতে হুমায়রা ইসলাম তানহা (৮ বছর ৯ মাস) ও তানজিন ইসলাম জিদনী...

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার...

‘জেতানোর মালিক একমাত্র আল্লাহ’: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয় বা পরাজয়ের মালিক কোনো ব্যক্তি কিংবা...