বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘটে গেছে এক মর্মান্তিক এবং রহস্যজনক ঘটনা। নিজের দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রাম থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবরটি জানাজানি হতেই এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতরা হলেন—সাদিয়া মোস্তারিম (২৪) এবং তার দুই সন্তান সাইফা (৪) ও মো. সাইফ (১)। তারা স্থানীয় মো. শাহাদত হোসেনের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন সকালেও পরিবারের সদস্যরা সাদিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পান। সময় গড়ালেও ঘুম থেকে না ওঠায় এবং দরজা না খোলায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্বজনেরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ভেতরে গিয়ে তারা দেখেন—সাদিয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং বিছানায় তার দুই শিশুর গলা কাটা মরদেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা হতবাক হয়ে যান এবং মুহূর্তেই পুলিশকে খবর দেওয়া হয় ।
খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহের সুরতহাল তৈরি করে তা ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন—“ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও রহস্যজনক। গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন কি না, নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, পরিবারের সদস্য, প্রতিবেশী এবং স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার পেছনে থাকা সম্ভাব্য কারণগুলো যাচাই করা হচ্ছে।গ্রামবাসী জানান, শাহাদত হোসেন দিনমজুর হিসেবে কাজ করেন এবং পরিবারটি সাধারণভাবে জীবনযাপন করত। আর্থিক বা পারিবারিক বড় কোনো সমস্যার কথা তারা জানতেন না।
Leave a comment