বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরী কমিটির (ইসি) সভা অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, লন্ডনের ব্রিকলেনস্থ জয়পুর রেস্টুরেন্টে। ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মহব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান (নুরু)-এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
এরপর সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ইসি মিটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি হাজী খলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, ইসি মেম্বার মাহবুব আলী চুন্নু এবং ইসি মেম্বার শাহ শাহিদুন নূর ইসলাম। সভার শেষ দিকে যোগদান করেন ইসি মেম্বার দৌলত হোসাইন।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠনটির বাৎসরিক বৃত্তি বিতরণের আয়োজন করা হবে। একই সময়ে, দুএক দিন আগে বা পরে সংগঠনটির পক্ষ থেকে দুটি পৃথক চক্ষু শিবিরের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় — একটি সিঙ্গেরকাছ মাদ্রাসা অথবা কলেজে এবং আরেকটি দৌলতপুর মাদ্রাসা অথবা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।
এছাড়াও নতুন নয়জন ট্রাস্টিকে অনুমোদন দেওয়া হয়।
তারা হলেন —
১. কাওছার আহমাদ, ওল্ডহ্যাম
২. দবির হোসাইন, ওল্ডহ্যাম
৩. শামীম শাহজাহান, ওল্ডহ্যাম
৪. খসরু মিয়া, ওল্ডহ্যাম
৫. আছকির আলী, লন্ডন
৬. আব্দুল গফুর নূর উদ্দিন, লন্ডন
৭. আব্দুল হক, লন্ডন
৮. আব্দুল কুদ্দুস সুমন, লন্ডন
৯. ইলিয়াস আহমদ আয়না, বার্মিংহাম
সভায় চক্ষু শিবিরের জন্য তাৎক্ষণিক ফান্ড সংগ্রহ করা হয়ঃ
•মহব্বত শেখ — ১,৫০,০০০ টাকা
•খলিল উদ্দিন — ১,০০,০০০ টাকা
•হাসিন উজ্জামান নূরু — ১,০০,০০০ টাকা
•মাহবুব আলী চুন্নু — ১,০০,০০০ টাকা
•শামসুদ্দিন তালুকদার — ১,০০,০০০ টাকা
•আব্দুস শহীদ — ৫০,০০০ টাকা
•জিয়াউল হক জিয়া — ৫০,০০০ টাকা
•আবুল হোসাইন মামুন — ৫০,০০০ টাকা
•শাহ শাহিদুন নূর ইসলাম — ৫০,০০০ টাকা
মোট- ৭,৫০,০০০ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা
মিটিংয়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি জামাল উদ্দিন। সভার শেষে সংগঠনের ট্রেজারার জাহির আলী সাহেবের রোগমুক্তি কামনা এবং সিনিয়র ট্রাস্টি হাজী নেছার আহমদ সাহেবের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a comment