Home আঞ্চলিক রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: নোটে লেখা ছিল ‘মাফ করে দিও
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: নোটে লেখা ছিল ‘মাফ করে দিও

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সোনিয়া সুলতানা তানিয়া (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুরের ইসলাম টাওয়ারের একটি বাসায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছান।

অধ্যাপক আকতার বানু বলেন, “তানিয়া আমাদের খুব মেধাবী ছাত্রী ছিল। গতকালই তার ভাইভা পরীক্ষা ছিল এবং ভালোভাবেই দিয়েছে। কী কারণে এমন করল, বুঝে উঠতে পারছি না। একটি নোট পাওয়া গেছে, সেখানে শুধু লেখা ছিল— ‘মাফ করে দিও।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে তানিয়ার কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সহপাঠীরা দরজা ধাক্কা দিতে থাকেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। মতিহার থানার পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
অধ্যাপক আকতার বানু বলেন,“পুলিশ সব প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে। আপাতত মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।”

তানিয়ার সহপাঠীরা জানান, তিনি হাসিখুশি প্রকৃতির ছিলেন। পড়াশোনায়ও মনোযোগী ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কোনো ব্যক্তিগত বা মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, তা কেউ নিশ্চিত করতে পারেননি। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকিত্ব এবং প্রতিযোগিতার সংস্কৃতি তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পর্যাপ্ত কাউন্সেলিং সেবা না থাকায় অনেক শিক্ষার্থী হতাশায় ভুগলেও তা প্রকাশ করতে পারেন না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত ১০০

ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী...

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি দিলেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে একটি প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

Related Articles

‘হাদির হত্যার বিচার এ মাটিতেই হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এ মাটিতেই হবে—এমন...

থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনা, নিহত ১৯

থাইল্যান্ডের উত্তর–পূর্বাঞ্চলে বুধবার সকালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত...

রোজার সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে নীরবতা ভাঙলেন তাহসান

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা...

উদারতা দেখিয়ে এক বাংলাদেশি মক্কাবাসীর মন জয় করলেন

পবিত্র মক্কার মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ মানবিক আচরণ সামাজিক...