হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় অবস্থিত ইসকন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডে মন্দিরের রান্না ঘরের আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী জানান, সকালে মন্দিরে নিয়মিত রান্নার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত কড়াইয়ে অতিরিক্ত তেল ঢালতে গিয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ।
তিনি আরও জানান, আগুনের শিখা দেখে মন্দিরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে রওনা দেয়, তবে স্থানীয় বাসিন্দা ও মন্দিরের ভক্তদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি। অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী বলেন, “মন্দিরের মূল অংশ অক্ষত রয়েছে। রান্না ঘরের কিছু আসবাবপত্র ও উপকরণ পুড়ে গেছে। তবে বড় ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি—এটাই বড় স্বস্তির বিষয়।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি শাহবুদ্দিন শাহীন বলেন, “আগুন লাগার খবর আমরা পেয়েছি। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।”
Leave a comment