ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নাছিমা বেগম (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে বাদামি টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর নাছিমা বেগমের দেওয়া তথ্যে রাত ৯টার দিকে পৌরসভার বিকনা এলাকায় রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ঘরের আলনার নিচ থেকে কালো ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
Leave a comment