Home Health হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী
Healthক্রিকেটখেলাধুলাজাতীয়

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

Share
Share

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বামীর হাসপাতালে শয্যাশায়ী একটি ছবি প্রকাশ করে তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন জান্নাতুল কাওসার। সেখানে দেখা যায়, মাহমুদউল্লাহ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং পাশে রয়েছেন তার স্ত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—“আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”

যদিও মাহমুদউল্লাহর অসুস্থতার ধরন বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি, তবুও ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী তার দ্রুত সুস্থতার কামনা জানিয়ে মন্তব্য করছেন।

ছবিটি প্রকাশের পর থেকেই ক্রিকেটভক্তদের মন্তব্যে ভরে গেছে পোস্টটি। কেউ লিখেছেন, “আল্লাহ রিয়াদ ভাইকে দ্রুত সুস্থ করে তুলুন”, আবার কেউ বলেছেন, “আপনারা আমাদের গর্ব, আমরা সবাই দোয়া করছি।” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কিছু কর্মকর্তা ও সাবেক ক্রিকেটারও ব্যক্তিগতভাবে তার পরিবারের খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।

৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ও নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত। তিন ফরম্যাটেই দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই মাহমুদউল্লাহ জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামেন। এর মাধ্যমে ওয়ানডে ফরম্যাট থেকেও আনুষ্ঠানিকভাবে অবসর নেন তিনি। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মাহমুদউল্লাহ এখনো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। সবশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা মেট্রোর হয়ে অংশ নেন তিনি। তার পারফরম্যান্স ও নেতৃত্বের অভিজ্ঞতা এখনো তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগায়। জাতীয় দলের এক সাবেক সতীর্থ নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রিয়াদ ভাই আমাদের পরিবারের মতো। তিনি খুবই ধৈর্যশীল ও ইতিবাচক মানুষ। আমরা সবাই তার জন্য দোয়া করছি।”

বাংলাদেশ ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদ কেবল একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানই নন, তিনি একজন পরিশ্রমী, শান্তস্বভাব ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। অসুস্থতার এই সময়টি তার জন্য একটি পরীক্ষার মুহূর্ত হলেও দেশজুড়ে অসংখ্য ভক্ত ও সমর্থক তার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছেন। আল্লাহ যেন এই প্রিয় ক্রিকেটারকে দ্রুত আরোগ্য দান করেন—এই প্রার্থনাই এখন ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি লিখিতভাবে জানিয়েছেন, যদি তিনি কোনো কারণে পদে থাকতে না পারেন,...

এক-এগারো আর বাংলাদেশে আসবে না – মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “এক-এগারো বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে।”...

Related Articles

বিচারের দাবিতে সালমান ভক্তরা মাঠে নামবে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার...

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন...

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা...

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...