দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের কন্যা ‘দুয়া’র মুখ প্রকাশ্যে এনেছেন। এবারের দীপাবলির উৎসবে সামাজিক যোগাযোগমাধ্যমে মা, বাবা ও ছোট্ট দুয়াকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল ।
দীপাবলির সাজে মা-মেয়ে দু’জনের রঙের মিল নজর কাড়ে সবার। দীপিকা ও দুয়া দুজনেই পরেছেন লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই গয়না। ছোট্ট দুয়ার হাতে দেখা গেছে সোনার বালা, মাথায় ঝুঁটি বাঁধা। অন্যদিকে রণবীর সিং পরেছেন সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি, যা পুরো পরিবারের উৎসবের সাজে এনেছে এক পরিপূর্ণ ছোঁয়া।
ছবিগুলোতে ছোট্ট দুয়াকে কখনও হাসতে, কখনও বাবা-মায়ের দিকে কৌতূহলভরে তাকাতে দেখা গেছে। দীপিকা ও রণবীর মেয়েকে আদরে ভরিয়ে দিয়েছেন, আর ক্যাপশনে লিখেছেন— “দীপাবলির শুভেচ্ছা সবাইকে।” অনেক অনুরাগী বলছেন, দুয়া দেখতে মায়ের মতো, আবার কেউ কেউ মনে করছেন তার মুখাবয়বে রণবীরের ছাপ স্পষ্ট।
উল্লেখ্য, গত বছরের দীপাবলিতে এক মাস বয়সি মেয়ের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে কন্যার নাম জানিয়েছিলেন দীপবীর দম্পতি। এ বছরের ক্রিসমাসে অনেকে আশা করেছিলেন তাঁরা মেয়েকে সামনে আনবেন, তবে সে সময় তাঁরা শুধু দুয়ার নাম লেখা ক্রিসমাস ট্রি’র ছবি পোস্ট করেছিলেন। অবশেষে দীপাবলিতেই মিললো সেই প্রতীক্ষিত মুখাবয়বের দেখা।
Leave a comment