ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ি পারুল বেগমকে (৫৫) হাতুড়িপেটা করে হত্যা করেছেন তার পুত্রবধূ লিলি আক্তার (৩০)।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম স্থানীয় আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান জানান, নিহতের ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তার স্ত্রী লিলি, তিন সন্তান ও বৃদ্ধ মা-বাবা থাকতেন। সন্ধ্যায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথা ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লিলিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment