চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশের সঙ্গে নতুন একটি ছবি প্রকাশের পর আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাহি বিষয়টি স্পষ্ট করেছেন।
মাহি বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার প্রশ্নই আসে না। সে সময় রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।”
প্রসঙ্গত, বছর খানেক আগে মাহি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হওয়ায় বিচ্ছেদের কথা ভাবা হয়েছিল। তিনি বলেন, “আমরা দুজনই চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান।”
মাহি আরও বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। বর্তমানে নানা জল্পনা চলছে যে আমরা ডিভোর্স করেছি। তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও স্পষ্টভাবে লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”
সামাজিক মাধ্যমে মাহি ও রাকিব উভয়েই একই ছবি পোস্ট করেন। মাহি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘মাশা আল্লাহ।’ আর রাকিবও এক ঘণ্টা আগে একই ছবি প্রকাশ করেন।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। ধুমধাম করে সেই বিয়ে হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টেকে পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী মাহি। দেড় বছর আগে রাকিবের সঙ্গে বিচ্ছেদের কথা জানান।
Leave a comment