হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চক্রবর্তী বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Leave a comment