Home আন্তর্জাতিক আটকের পর শহিদুল আলম কোথায়, জানালো ইসরায়েল
আন্তর্জাতিকজাতীয়

আটকের পর শহিদুল আলম কোথায়, জানালো ইসরায়েল

Share
Share

গাজার নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবাধিকার নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ অবশেষে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটকের পর নৌবহরের সব জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার ৮টি জাহাজকে আটক করা হয়। এ সময় প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবীকে গ্রেপ্তার করে ইসরায়েলি নৌবাহিনী। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন এবং তাদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশি নাগরিক শহিদুল আলম ছিলেন ‘কনশানস’ নামের যাত্রীবাহী জাহাজে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর আয়োজিত এই বহরে মোট ৯টি জাহাজ ছিল। দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করা নৌবহরে মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক এবং বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নেন।

ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট শায়েতেত ১৩ এবং অন্যান্য বাহিনী বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়ে জাহাজগুলো নিয়ন্ত্রণে নেয়। হেলিকপ্টার থেকে কমান্ডোরা রশি বেয়ে নেমে ‘কনশানস’ জাহাজে প্রবেশ করে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম।

ফ্রিডম ফ্লোটিলা সংগঠকরা অভিযোগ করেছেন, “আমাদের জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং অন্য আটটি নৌযানও অবৈধভাবে ছিনতাই করা হয়েছে।” তাদের দাবি, অভিযানে অংশ নেওয়া অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

নৌবহরটি গাজার হাসপাতালগুলোর জন্য ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার মূল্যের ওষুধ, রেসপিরেটরি সরঞ্জাম ও পুষ্টিসামগ্রী বহন করছিল বলে সংগঠনটি জানায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়, যা একে ‘সমুদ্র ডাকাতির শামিল’ এবং ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। তুরস্ক জানিয়েছে, আটক জাহাজে তাদের নাগরিক ও সংসদ সদস্যরাও ছিলেন।

তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, “গত দুই বছরে হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরায়েল। শান্তিপূর্ণ মানবিক উদ্যোগগুলোকেও তারা আক্রমণ করছে।” এর আগে, গত সপ্তাহে গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ৪০টিরও বেশি নৌযান আটক করেছিল ইসরায়েল, যাতে ৪৫০ জনেরও বেশি মানবাধিকারকর্মী ছিলেন।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, আলজাজিরা, রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের...

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে জ্বালানি বোঝাই একটি ট্যাঙ্কার...

Related Articles

সামিরার কোনো দোষ নেই, সালমান শাহ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন: ডন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তিন দশক পরও দর্শকদের...

শীতের আগমনে বিপদের মুখে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার

ফিলিস্তিনের গাজা শীতের আগমনে ক্রমেই সংকটময় হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতকালীন...

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল- হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি অভিযোগ করে...

সাইয়ারার’ পর এবার হরর কমেডি সিনেমায় অনীত

চলতি বছরের সুপারহিট ছবি ‘সাইয়ারা’ দিয়ে দর্শকের নজর কাড়ার পর অনীত এবার...