আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি এখনও জীবিত আছেন।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তার রক্তচাপ ও নাড়ির গতি হঠাৎ কমে যায়। তবে তিনি জীবিত আছেন। এই তথ্য নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদের স্বামী, চিকিৎসক ডা. তৌহিদুর রহমান তুহিন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন তোফায়েল আহমেদ। বয়সের ভারে ন্যুব্জ এই প্রবীণ রাজনীতিক, গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন। ধীরে ধীরে তার চলাচলের ক্ষমতা ও বাকশক্তি ক্ষীণ হয়ে পড়ে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি প্রায় সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তোফায়েল আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে ভোলা থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
Leave a comment