চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাল্লা দিয়ে চলা দুটি বাসের একটির ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রোলপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবদুল খালেক (৩০)। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের মাইলের মাথা এলাকার বাসিন্দা হলেও ইলিয়াস পেট্রোলপাম্প সংলগ্ন মোল্লাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি ঢেউটিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দোকান থেকে পান কিনে কর্মস্থলের উদ্দেশে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন খালেক। সেই সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির দুটি বাস একে অপরকে ছাড়িয়ে যেতে পাল্লা দিচ্ছিল। এরই মধ্যে একটি বাস সাইকেল আরোহী খালেককে ধাক্কা দিলে তিনি সড়ক থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কে প্রতিদিনই বেপরোয়া গতিতে বাস দৌড়ঝাঁপ করে এবং যাত্রী তোলার প্রতিযোগিতা চলে। এর ফলে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, কিন্তু কার্যকর নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে না।
হঠাৎ প্রাণ হারানো এই যুবকের মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment