আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর তালিকায় যুক্ত হচ্ছে আরও পাঁচটি নিত্যপণ্য। এগুলো হলো—চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে টিসিবির উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণ বিষয়ক সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার টিসিবির কার্যক্রমে প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। নতুন পণ্য যুক্ত হওয়ায় বাজারে স্বস্তি আসবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির সুবিধাভোগী হিসেবে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। এ জন্য সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি, আর সক্রিয়করণের অপেক্ষায় আছে আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, উপকারভোগী শনাক্ত করাই মূল চ্যালেঞ্জ। তবে সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতি পেলে এ সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে।
সভায় অংশ নেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ।
Leave a comment