ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ফেনী সদর, দাগনভূঁয়া, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলার বাসিন্দারা রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী—
• ফেনী সদর: ১০ জন
• দাগনভূঁয়া: ৩ জন
• সোনাগাজী: ২ জন
• ছাগলনাইয়া: ৩ জন
আক্রান্তরা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
ফেনী সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানিয়েছেন, চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আগষ্ট মাসে শনাক্ত হয়েছিল ৪৯ জন। সবমিলিয়ে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।
জেলার উপজেলাভিত্তিক ডেঙ্গু পরিস্থিতি হলো—
• ফেনী সদর: ১৮ জন
• দাগনভূঁয়া: ৪৩ জন
• সোনাগাজী: ১১ জন
• ছাগলনাইয়া: ১৮ জন
• ফুলগাজী: ১ জন
• পরশুরাম: ৮ জন
এর মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ বর্তমানে ডেঙ্গু পরীক্ষা করতে ৩,৬৫৯টি কিট মজুদ রেখেছে। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
Leave a comment