দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান কিংবা শীর্ষ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা দেশে নতুন নয়। এবার সেই তালিকায় যোগ হলো চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলামের নাম। তাঁর পরিচয়ে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মামলা বা অভিযোগ থেকে অব্যাহতির প্রলোভন দেখাচ্ছে বলে জানিয়েছে দুদক।
বৃহস্পতিবার দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে সাবেক কয়েকজন সচিবসহ বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছেন। ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে করা এসব ফোনে মামলা থেকে রেহাই দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।
এর আগেও দুদক কর্মকর্তাদের পরিচয় ভাঙিয়ে প্রতারণার একাধিক ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা নিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও প্রতারকরা নিত্যনতুন কৌশল ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এ কারণে কমিশন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
দুদক জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা ফোনে কখনো অর্থ দাবি করবেন না। কেউ প্রতারণার শিকার হলে কিংবা সন্দেহজনক ফোনকল পেলে তা সঙ্গে সঙ্গে দুদকের টোল–ফ্রি হটলাইন ১০৬–এ জানাতে হবে। প্রয়োজনে নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতেও আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, এসব প্রতারণামূলক ফোনকল কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। তাই এ বিষয়ে সবাইকে সজাগ থাকার ওপর জোর দিয়েছে দুদক।

Leave a comment