ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ।
রায়ের সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে ইভ্যালির মাধ্যমে ১১টি মোটরসাইকেল কেনার জন্য মামলার বাদী আবুল কালাম আজাদ ২৩ লাখ টাকা পরিশোধ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য না পাওয়ায় টাকা ফেরতের জন্য আবেদন করলে শামীমা নাসরিন তা অস্বীকৃতি দেন। উভয় আসামি পলাতক থাকায় তাদের স্টেট ডিফেন্সের সুযোগ গ্রহণ হয়নি।
Leave a comment