বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে। প্রতিটি অনুষদ থেকে সর্বোচ্চ মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবির সাত শিক্ষার্থীকে এক বছরের জন্য মোট এক লাখ ৮২ হাজার টাকা মেধাবৃত্তি হিসেবে মঞ্জুর করা হয়েছে।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা:
• মাইক্রোবায়োলজি বিভাগ: মো. আব্দুল্লাহ আল সাফি
• কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: দিদারুল ইসলাম দিদার
• ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ: ওয়াজিহা ইসলাম
• সমাজবিজ্ঞান বিভাগ: ফাইয়াজ আহমদ
• শিক্ষা বিভাগ: তাসনিম তাবাসসুম অরিন
• আইন বিভাগ: নাজমুন সাকিব ইতি
• বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী (সমাজবিজ্ঞান বিভাগ): খোন্দকার ইবনে সিয়াম
ইউজিসি জানিয়েছে, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উৎকর্ষতা ও গবেষণায় আগ্রহ বাড়াতে প্রতিবছরই মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ অর্জনে গর্ব প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গবেষণা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Leave a comment