গাজীপুরের কাপাসিয়ায় হাঁড়ি–পাতিল চুরির অভিযোগে মো. মোজাম্মেল (৫০) নামের এক কৃষককে পিটুনির ১৩ ঘণ্টা পর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে দক্ষিণগাঁও গ্রামে স্থানীয় কয়েকজনের হাতে পিটুনির শিকার হওয়া মোজাম্মেলকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার রাত আটটায় মারা যান।
নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া রোববার কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজিয়া জানিয়েছেন, তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে পেটানো হয়েছে এবং তিনি এ ঘটনায় আইনি প্রতিকার চাইছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম্মেলকে সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মোছা খুকি আক্তারের বাড়িতে হাঁড়ি–পাতিল চুরির অভিযোগে একটি গ্রুপ পিটুনি দেয়। চাচাতো ভাই ওমর ফারুক বলেন, “সহজ–সরল স্বভাবের মোজাম্মেলকে পূর্বশত্রুতার জের ধরে ১০ থেকে ১২ জন উদ্দেশ্যমূলকভাবে মারধর করেছেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।”
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment