রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় স্থানীয়দের নজরে আসে ওবায়দুর সিকদারের মরদেহ। পরে পুলিশ তা উদ্ধার করে। নিহত ওবায়দুর সিকদার উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, ১২ সেপ্টেম্বর বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ওবায়দুর। কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওবায়দুরকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ আশা করছে, ময়নাতদন্ত এবং প্রাথমিক অনুসন্ধান থেকে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পরিপ্রেক্ষিত বেরিয়ে আসবে।
Leave a comment