দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন দেখা দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে রাশমিকাকে দেখা গেছে সাদা শার্ট ও নীল জিন্স পরা অবস্থায়, হাতে হীরার আংটি। ভক্তরা তা বাগদানের ইঙ্গিত হিসেবে দেখছেন।
যদিও রাশমিকা ও বিজয় কখনোই তাদের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আনেননি, বিভিন্ন ছুটি কাটানোর ছবি, একসঙ্গে সময় কাটানো মুহূর্ত এবং একে অপরের প্রতি বিশেষ টান নতুন গুঞ্জনকে আরও তীব্র করেছে।
অতীত ইঙ্গিত এবং সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুহূর্ত-
টাইমস নাউ’র প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকার হীরার আংটি নতুন নয়। চলতি বছরের জুনে, রাশমিকা একটি কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন, যেখানে ভক্তরা ধরেছেন, ছবির লোকেশন বিজয়ের বাড়ির অভ্যন্তর। এছাড়া ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে হাঁটতে ও এক মুহূর্তের জন্য হাত ধরতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিজয় নিজেই ইনস্টাগ্রামে সেই সফরের ভিডিও শেয়ার করে লেখেন, “অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”
ভক্তদের প্রতিক্রিয়া ও ভবিষ্যত-
ভক্তরা বিশ্বাস করছেন, এটি শুধুমাত্র বন্ধুত্ব নয়—পরস্পরের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যাওয়ার ইঙ্গিত।
তবে আনন্দের খবর হলো, শিগগিরই ‘ভিডি–১৪’ ছবিতে রাশমিকা ও বিজয়কে আবার একসঙ্গে দেখা যাবে। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো হিট সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল। এবার পর্দার রসায়ন বাস্তবে কি রূপ নেবে, সময়ই সেই উত্তর দেবে।
Leave a comment