Home জাতীয় রাজশাহীতে পাহাড়িয়াদের উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়

রাজশাহীতে পাহাড়িয়াদের উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Share
Share

রাজশাহীর মোল্লাপাড়ার পাহাড়িয়া মহল্লা থেকে পরিবারগুলোকে উচ্ছেদের প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। এতে ভুক্তভোগী পরিবার, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা, মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, পাহাড়িয়া সম্প্রদায় এখানে টানা ৫৩ বছর ধরে বসবাস করছে। দাদাদের আমল থেকে তিন প্রজন্ম পার হয়ে গেছে। এখন তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার চেষ্টা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। উচ্ছেদ ঠেকাতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন তাঁরা।

মানববন্ধনে ময়ূরী বিশ্বাস নামের এক বাসিন্দা বলেন, তাঁদের পূর্বপুরুষ এই জমিতে বসবাস করলেও এখন সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি মালিকানা দাবি করে উচ্ছেদের চেষ্টা করছেন। ভয় দেখিয়ে সামান্য টাকা দিয়ে জায়গা ছাড়তে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রশাসন তৎপর হওয়ায় উচ্ছেদ প্রচেষ্টা ভেস্তে যায়।

জাতীয় আদিবাসী পরিষদের সহসভাপতি রাজ কুমার শাও জানান, সিটি করপোরেশন তাঁদের জন্য শৌচাগার ও টিউবওয়েল স্থাপন করেছে, যা প্রমাণ করে জায়গাটি ব্যক্তিগত মালিকানার নয়। সরকারকে তাঁদের স্থায়ী বন্দোবস্ত দেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উদীচীর সহসভাপতি অজিত কুমার মণ্ডল, উন্নয়নকর্মী ফয়জুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, সংবাদ প্রকাশ না হলে এ অন্যায়ের কথা ছড়িয়ে পড়ত না। সংবাদমাধ্যমের ভূমিকার কারণেই উচ্ছেদ প্রচেষ্টা রুখে দাঁড়ানো সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের পর রাজশাহী সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় ১৬ কাঠা জমিতে ছয়টি পাহাড়িয়া পরিবারকে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে সেখানে ১৬টি পরিবার বসবাস করছে। সম্প্রতি সাজ্জাদ আলী মালিকানা দাবি করে ৩০ লাখ টাকার বিনিময়ে উচ্ছেদের চেষ্টা করলে তিনটি পরিবার ঘর ছাড়লেও বাকি পরিবারগুলো আন্দোলনে নেমে আসে। পরবর্তীতে পুলিশ ও প্রশাসন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহাকাশের রহস্য উন্মোচন: জেমস ওয়েব টেলিস্কোপে শনাক্ত ৩০০ অজানা বস্তু

মহাবিশ্বের প্রাচীনতম রহস্য উন্মোচনে আরেক ধাপ এগোলেন জ্যোতির্বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মিজৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবি বিশ্লেষণ করে ৩০০টি...

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় র‌্যাব-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার...

Related Articles

আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠালো বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার...

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে ফেরত পাঠানো হলো ৩০ বাংলাদেশি প্রবাসীকে

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও ফেরত আসতে হলো আরও ৩০ বাংলাদেশিকে।...

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

বাংলা গানের আকাশের অমর নক্ষত্র, ‘গানের পাখি’ খ্যাত সাবিনা ইয়াসমিন আজ ৭২...