Home জাতীয় জাপা নিষিদ্ধের আইনগত যাচাই শেষে পদক্ষেপ নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল
জাতীয়

জাপা নিষিদ্ধের আইনগত যাচাই শেষে পদক্ষেপ নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল

Share
Share

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। একই সঙ্গে তিনি জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দলটি মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পরবর্তীতে জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে তারা নিজেদের পুরোনো ইতিহাস আবারও উন্মোচন করেছে। তাই দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিলে তার আগে আইনগত দিক পুরোপুরি যাচাই-বাছাই করা হবে।

এর আগে সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে নবনির্মিত আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে তিনি শহরের সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, কেসি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে জাতীয় পার্টিকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হলেও তিনি পরিষ্কার করে বলেন, আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি সহিংসতার ঘটনাগুলোর পর তাঁর এ মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতীয় নির্বাচনের পর এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম...

কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের একটি গর্তের ময়লা পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফরহাদ, সে...

Related Articles

এই নির্বাচন আমার শেষ নির্বাচন” — মির্জা ফখরুল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর...

দুই মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ হজে পাঠাবে ঝিনাইদহের আল-কলম মাদ্রাসা

মাত্র ১০ ও ১৬ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ করে দৃষ্টান্ত স্থাপন...

সব দলকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই – জামায়াত আমির

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সকল রাজনৈতিক দলকে একত্রিত করার...

কুয়াকাটায় ধরা পড়ল বিরল ও বিষাক্ত ‘লায়নফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক...