Home খেলাধুলা বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার চূড়ান্ত দলে মেসিসহ ২৯ জন
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার চূড়ান্ত দলে মেসিসহ ২৯ জন

Share
Share

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ লিওনেল স্কালোনি প্রাথমিকভাবে ঘোষিত ৩১ জনের দল থেকে বাদ দিয়েছেন ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও লেফট ব্যাক ফাকুন্দো মেদিনাকে। ফলে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ২৯ জন ফুটবলার, যাঁদের নেতৃত্ব দেবেন বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসি।

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে নিজেদের শেষ ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইয়ে ইতিমধ্যেই খেলার যোগ্যতা নিশ্চিত করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা দুটি ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছে।

চূড়ান্ত স্কোয়াডে তিন নতুন মুখ এনেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন তরুণ মিডফিল্ডার ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা ও স্ট্রাইকার জোসে ম্যানুয়েল লোপেজ। পালমেইরাসের হয়ে ৪৬ ম্যাচে ১৭ গোল করা লোপেজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ, যিনি মনে করেন এই তরুণ স্ট্রাইকারের উপস্থিতি আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে। নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকা এনজো ফার্নান্দেজের জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডার ভারেলাকে নেওয়া হয়েছে।

স্কোয়াডে গোলরক্ষকদের মধ্যে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও হেরোনিমো রুই। ডিফেন্ডারদের মধ্যে আছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা ও হুলিও সোলের। মিডফিল্ডে জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো দি পল ও জিওভান্নি লো সেলসো।

আক্রমণভাগে দলে রাখা হয়েছে ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্তিন কারবোনি, জিউলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও জোসে ম্যানুয়েল লোপেজকে। বাদ পড়েছেন নিয়মিত খেলোয়াড় কোরেয়া ও মেদিনা, যাঁদের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাঁ পায়ের লেফট ব্যাক মেদিনার না থাকা দলে ব্যালান্স নিয়ে প্রশ্ন তুলছে সমর্থকরা।

তবুও তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলকে নিয়ে আশাবাদী স্কালোনি। তাঁর বিশ্বাস, নতুন মুখগুলোর অভিষেক আর্জেন্টিনার ভবিষ্যৎ শক্তি বাড়াবে এবং সেপ্টেম্বরের শেষ দুটি ম্যাচ দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টাঙ্গাইলে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হালিমা (৪৫)। তিনি উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ...

৫ ঘণ্টার মহাকাব্য নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো এস. এস. রাজামৌলীর বহুল আলোচিত নতুন ছবি ‘বাহুবলী: দ্য এপিক’–এর অফিসিয়াল ঝলক। মঙ্গলবার প্রকাশিত টিজারে দেখা গেছে...

Related Articles

আইপিএলের অভিজ্ঞ অ্যানালিস্ট অক্ষয় এবার কাজ করবেন বাংলাদেশে

এশিয়া কাপের আগে নতুন করে পারফরম্যান্স অ্যানালিস্ট পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।...

নুরুল-সাইফ ফিরলেন এশিয়া কাপে, নাঈমকে বাদ দেওয়ার কারণ?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য ঘোষিত...

এশিয়া কাপের দলে নেই মিরাজ, ফিরলেন নুরুল হাসান

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের জন্য ১৫...

বিশ্বকাপ বাছাই: ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। তবুও বাছাইপর্বের শেষ...