Home রাজনীতি বিএনপি শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
বিএনপি

শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

Share
Share

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আজ শনিবার বিকেলে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়ে বলেন, গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে তিনি নিজেই প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষের নন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৬–১৭ বছর ধরে বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে এসেছে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। তাঁর ভাষায়, “শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন, তিনি ভারতের প্রতিনিধি মাত্র। আওয়ামী লীগও প্রমাণ করেছে, তারা আসলে বাংলাদেশের রাজনৈতিক দল নয়, বরং অন্য দেশের একটি অঙ্গসংগঠন।”

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসবাদী ও মাফিয়া শক্তি’ আখ্যা দিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “তাদের ডিএনএতেই গণতন্ত্র ছিল না। দলটির রাজনৈতিক সংস্কৃতি ছিল একেবারেই ভিন্ন। ভিন্নমতের মানুষকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে হয়রানি করা, সাইবার আইনে গ্রেপ্তার করা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করাই ছিল আওয়ামী লীগের চর্চা।”

তিনি আরও বলেন, রাজনীতিতে বহুমত ও ভিন্নমত প্রকাশের অধিকারই গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি সেই সংস্কৃতিকে লালন করে। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তা আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। তিনি জোর দিয়ে বলেন, “গণতন্ত্রের ভাষা হচ্ছে জনগণ যাকে ভোট দেবে, তিনিই এমপি নির্বাচিত হবেন। কিন্তু পিআর ব্যবস্থায় জনগণ জানতেও পারে না কাকে ভোট দিচ্ছে। জনগণ এই প্রহসন মেনে নেয়নি, নেবেও না।”

সম্মেলনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক। সঞ্চালনা করেন সদস্যসচিব মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী।

সম্মেলনে যোগ দেওয়া হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি নেতারা দাবি করেন, বাংলাদেশে যেন আর কোনো সময় ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে জন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকায় ট্রাফিক অভিযান, এক দিনে ২ হাজারের বেশি মামলা দায়ের

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে...

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে সংঘটিত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। স্থানীয় সময় সকাল ১০টা ২০...

Related Articles

উগ্রবাদ ছড়ানোর প্রচেষ্টা সমাজে গভীর হতাশা তৈরি করছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য ও তর্ক-বিতর্ক...

গুমের দায়ে হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি ফখরুলের

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ...

ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৬৫ নেতার অব্যাহতি

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে দায়ের করা মামলায়, তদন্ত শেষে...

২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ: সর্বোচ্চ আদালতে চলছে আপিলের শুনানি

আজ ২১ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়াবহ ও শোকাবহ দিন। ২০০৪...