রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম বেলী বেগম (৭০)। পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি পানি বিক্রির কাজ করতেন তিনি।
পুলিশ জানায়, শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বেলী বেগম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় মোটরসাইকেলচালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো পর্যবেক্ষণে রয়েছেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার বলেন, “দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেলী বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”
বাংলাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর মধ্যে রাজধানী ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, সড়কে বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং সঠিক ফুটওভার ব্রিজ ব্যবহার না করাই দুর্ঘটনার প্রধান কারণ।
Leave a comment