চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আফিফা আবেদীন (২২) এবং ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে হুজাইরা নূর (৮)। সম্পর্কে তারা খালাতো বোন। আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ছিলেন এবং খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খালাতো বোন হুজাইরা নূরের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন আফিফা। গোসলের একপর্যায়ে ছোট্ট হুজাইরাকে হঠাৎ পানিতে ডুবতে দেখে আফিফা তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজনেই পুকুরে গোসল করতে নেমেছিল। পানিতে ডুবে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাদের। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া আফিফার অকাল মৃত্যুতে সহপাঠীরা শোকাহত। পরিবারে চলছে আহাজারি। একদিকে স্বজনরা প্রিয় কন্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন, অন্যদিকে ছোট্ট শিশু হুজাইরার মৃত্যুতেও পরিবার ও গ্রামে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশে প্রতি বছর বিপুলসংখ্যক শিশু ও তরুণ-তরুণী পানিতে ডুবে প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও নিরাপদ সাঁতারের জায়গা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।
Leave a comment