Home আঞ্চলিক সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

Share
Share

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আফিফা আবেদীন (২২) এবং ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে হুজাইরা নূর (৮)। সম্পর্কে তারা খালাতো বোন। আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ছিলেন এবং খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খালাতো বোন হুজাইরা নূরের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন আফিফা। গোসলের একপর্যায়ে ছোট্ট হুজাইরাকে হঠাৎ পানিতে ডুবতে দেখে আফিফা তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজনেই পুকুরে গোসল করতে নেমেছিল। পানিতে ডুবে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাদের। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া আফিফার অকাল মৃত্যুতে সহপাঠীরা শোকাহত। পরিবারে চলছে আহাজারি। একদিকে স্বজনরা প্রিয় কন্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন, অন্যদিকে ছোট্ট শিশু হুজাইরার মৃত্যুতেও পরিবার ও গ্রামে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে প্রতি বছর বিপুলসংখ্যক শিশু ও তরুণ-তরুণী পানিতে ডুবে প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও নিরাপদ সাঁতারের জায়গা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত...

ভয়াবহ মেঘ বিস্ফোরণে জম্মু-কাশ্মীরে নিহত ৪৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিস্তার জেলার চাশোতি গ্রামে ভয়াবহ মেঘ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিখোঁজদের সংখ্যা ও...

Related Articles

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩

গাজীপুরে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট...

গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে...

নাটোরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পলাতক বাবা

নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। নিহত শরিফুল ইসলাম...

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম বেলী বেগম...