গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় নাশতার বিলসহ বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে চা–দোকানিকে গুলি করার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত ওয়াসিম (১৮) নামের এক তরুণ বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রয়েছে, দক্ষিণ চকদাড়িয়া গ্রামের গোলাপ প্রামাণিক নামের এক যুবক বাড়ি থেকে পিস্তল এনে ওয়াসিমকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ প্রামাণিক চা–নাশতার দোকানে খাজা খান এবং বিল না দিয়ে চলে যেতে চান। দোকানের মালিক সিদ্দিক আকন্দ টাকা চাইলে কথা–কাটাকাটি হয়। এ সময় সিদ্দিকের ছেলে ওয়াসিম বাবাকে সরিয়ে নেন, যা দেখে ক্ষিপ্ত হয়ে গোলাপ দোকান ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি পিস্তল হাতে ফিরে এসে ওয়াসিমের বাঁ ঊরুতে গুলি করেন। গুলি পাশ দিয়ে বেরিয়ে যায়। ওয়াসিমকে বাঁচাতে গেলে তাঁর ভাবি সেলিনা বেগমও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান।
আহত ওয়াসিমের দাবি, গোলাপ প্রামাণিক নিয়মিত খেয়ে টাকা দেন না এবং বকেয়া চাইলে হুমকি দেন। তাঁর বাবা সিদ্দিক আকন্দ বলেন, গরিব মানুষের দোকানে এসে এভাবে হামলা অন্যায়, তিনি এর বিচার চান।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আসিফ জানান, গুলির ক্ষতে বার্নের চিহ্ন রয়েছে, তবে ওয়াসিম আশঙ্কামুক্ত।
ঘটনার পর থেকে গোলাপ প্রামাণিক পলাতক। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার জানান, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে এবং ব্যবহৃত অস্ত্রের ধরন ও তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a comment