নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়ে আবু সাইদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের আদমপুর গ্রামের স্থানীয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ ওই গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় সায়মা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে আবু সাইদ প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে বল পাশের জমিতে পড়ে গেলে সেটি আনতে গিয়ে হঠাৎ করে সে মাঠেই লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। আমরা বিষয়টি জেনেছি এবং প্রাথমিকভাবে এটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করছি। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
স্থানীয়রা জানান, আবু সাইদ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় ছিল। হঠাৎ তার মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বা হঠাৎ শারীরিক জটিলতায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়।
Leave a comment