Home রাজনীতি হত্যা মামলার আসামি ও ছাত্রলীগ কর্মী নিয়ে ছাত্রদলের নতুন কমিটি
রাজনীতি

হত্যা মামলার আসামি ও ছাত্রলীগ কর্মী নিয়ে ছাত্রদলের নতুন কমিটি

Share
Share

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও ১৭টি আবাসিক হলের কমিটিতে স্থান পেয়েছেন হত্যা মামলার আসামি ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও। শুক্রবার রাতে কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে মোট ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি এবং হল কমিটি ঘোষণা করা হয়। এর আগে ঘোষিত আহ্বায়ক কমিটিসহ সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।

বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যার মামলার আসামি হামিদুল্লাহ সালমান, রাজু আহমেদ ও মোহাম্মদ রাজন মিয়া নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন। হামিদুল্লাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি, রাজু শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজন সদস্য হয়েছেন। সালমান দাবি করেন, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে এবং তদন্তে নির্দোষ প্রমাণিত হবেন।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমন কয়েকজনও ছাত্রদলের পদে আছেন। রোকেয়া হলের সভাপতি হয়েছেন কাজী মৌসুমী আফরোজ, ২১ নম্বর হলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি সাইদুর রহমানসহ আরও কয়েকজনকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। কেউ কেউ পূর্বে ছাত্র ইউনিয়নের পদেও ছিলেন।

তবে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত না থেকেও তাঁদের নাম কমিটিতে এসেছে। নওয়াব ফয়জুন্নেসা হলের সাধারণ সম্পাদক উম্মে হাবিবা বলেন, তিনি কোনো ধরনের মিছিলে অংশ নেননি এবং তাঁর নাম বাদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন জানিয়েছেন, যাচাই-বাছাই করে কমিটি করা হলেও কিছু বিতর্কিত ব্যক্তি থেকে থাকতে পারেন; প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কমিটি ঘোষণার পর রাতেই অন্তত ৩০ জন পদবঞ্চিত নেতা–কর্মী বিক্ষোভ মিছিল করেন। তাঁরা ‘বৈষম্যমূলক কমিটি’ বাতিলের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

বাংলাদেশের মুদ্রা বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১২ আগস্ট, মঙ্গলবার থেকে এই নোট...

কোহলি–রোহিতের ওয়ানডে থেকে বিদায়ের গুঞ্জন

ভারতীয় ক্রিকেটে এক যুগের দুই বড় নাম—বিরাট কোহলি ও রোহিত শর্মা—কে ঘিরে এবার নতুন জল্পনা ছড়িয়েছে। টেস্ট ও আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসরের পর...

Related Articles

সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

গাজীপুরের বাসন থানার বিএনপি সভাপতি তানভীর সিরাজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...

দিল্লিতে বিক্ষোভ মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক, পার্লামেন্ট কার্যক্রম স্থগিত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময়...

নোয়াখালীতে রডবোঝাই ট্রাক ছিনতাই, যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে যুবদল কর্মী সোলায়মান সুজন...

‘ক্যাঙারু কোর্ট’ বসিয়ে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে: শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানের গুলি করে ছাত্র-জনতাকে হত্যা মামলায় প্রত্যেক খুনির বিচার আন্তর্জাতিক মানদণ্ডে...