মালয়েশিয়ার ইস্ট কোস্ট হাইওয়ের কুয়ানতান সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিলোমিটার ২০০.৮ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার-এর তথ্য অনুযায়ী, তারা একটি টয়োটা অ্যাভানজা মাল্টিপারপাস ভেহিকেলে করে কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের বাম পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চালক মো. সাব্বের হাসান (৩০) এবং যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।
দুর্ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী—মো. হাবিব বিস্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বস (৪০)। তাঁদের কুয়ানতানের তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুয়ানতানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মত দাউদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে এ দুর্ঘটনা ঘটে।
Leave a comment