Home বিনোদন গান রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান ‘নিষ্পত্তি’
গানবিনোদন

রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান ‘নিষ্পত্তি’

Share
Share

তরুণ রক ব্যান্ড রকসল্ট তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’ প্রকাশ করেছে সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলের স্মৃতিতে উৎসর্গ করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গানটি ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়, পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও পাওয়া যাচ্ছে। গানটির কথা লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান।

ব্যান্ডের বেজ গিটারিস্ট রাজীব জানান, রাতুল ‘দ্য কেইজ’ প্রতিযোগিতায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার পুরো যাত্রায় পাশে ছিলেন। মৃত্যুর মাত্র দুই দিন আগে ২৫ জুলাই তিনি গানটি শুনেছিলেন। ২৭ জুলাই তাঁর আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পারলেও, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি প্রকাশ করেছেন তারা।

প্রথম অ্যালবামের প্রথম ট্র্যাক হিসেবে ‘নিষ্পত্তি’ রেকর্ড করা হয়েছে নতুনভাবে। ব্যান্ডটি জানিয়েছে, অ্যালবামের নাম এখনই প্রকাশ করবে না, তবে এতে রক মিউজিকের বিভিন্ন ধারার সংমিশ্রণে ৮–১০টি গান থাকবে। এর মধ্যে ছয়টি তৈরি, বাকি গানগুলোর কাজ চলছে। তিন মাসের মধ্যে ‘অগ্নিবীণা’ ও ‘বলো তুমি কে’ শিরোনামের দুটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।

নিজেদের গান নিয়েই কনসার্টে পারফর্ম করার লক্ষ্য নিয়ে রকসল্ট সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, ইনস্ট্রুমেন্ট আপডেট করছেন এবং অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কনসার্টের প্রস্তাব পেয়েছে তারা; এর মধ্যে ঢাকা, বরিশাল ও সিলেটের কয়েকটি শো ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

রকসল্টের বর্তমান লাইনআপ—আওয়ান (ড্রামার), রাজীব (বেজ), অরূপ (গিটার), রাযিন (গিটার), নাহিয়ান (ভোকাল)।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানহোলে পড়ে মৃত্যু- আম্মু ওঠো , আম্মু ওঠো বলে জমজ সন্তানের আহাজারি 

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিহত ফারিয়া তাসনিম জ্যোতিকে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে চুয়াডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । দাফনের আগে তার আট...

পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জয়ত্রী দেবনাথ (১৪) নামে এক স্কুলছাত্রীর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে বরিশাল...

Related Articles

২০২৭ সালে প্রথমবারের মতো আসছে হ্যারি পটার টিভি সিরিজ

জনপ্রিয় বই থেকে নির্মিত হ্যারি পটার টিভি সিরিজের চিত্রায়ণ শুরু হয়েছে, যা...

যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত অভিনেতা বিজয় সেতুপতি

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তা ও আর্থিক...

ওটিটিতে এই সপ্তাহে মুক্তি পাচ্ছে চমকপ্রদ যে সকল কনটেন্ট

প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমা, সিরিজ, তথ্যচিত্র ও...

পাকিস্তানের অভিনেত্রী হুমায়রার মৃত্যু তদন্তে নতুন মোড়

পাকিস্তানের প্রয়াত অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুর তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর নতুন তথ্য।...