Home Uncategorized চুল পড়া রোধে ঘরোয়া সহজ উপায়
Uncategorized

চুল পড়া রোধে ঘরোয়া সহজ উপায়

Share
Share

চুল পড়া বা অ্যালোপেসিয়া এখন আর কেবল বয়সজনিত সমস্যা নয়, বরং নানা কারণেই তরুণ প্রজন্মের মধ্যেও বাড়ছে এর প্রকোপ। হঠাৎ করেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন একগোছা চুল পড়ে গেছে, বা মাথার এক জায়গায় চুল পাতলা হয়ে গেছে—এই দৃশ্য অনেকের কাছেই পরিচিত। অ্যালোপেসিয়া মূলত একটি শারীরিক অবস্থা, যার ফলে মাথা বা শরীরের অন্যান্য অংশে চুল পড়ে যেতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, জিনগত কারণ, অটোইমিউন ডিজঅর্ডার, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ কিংবা ওষুধের প্রতিক্রিয়ায় এই সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে সাধারণ রূপ হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া, যা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্যাটার্ন টাক হিসেবে প্রকাশ পায়। আর অ্যালোপেসিয়া আরিয়াটা হলে ইমিউন সিস্টেম নিজেই চুলের ফলিকলকে আক্রমণ করে বসে।

যদিও চুল পড়া মানেই চিকিৎসা দরকার, তবে শুরুতে কিছু ঘরোয়া উপায়ে প্রতিরোধের চেষ্টা করা যায়। বিশেষ করে যদি চুল পড়ার সঙ্গে চুলকানি, লালচে ভাব বা ব্যথা থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে যারা প্রাথমিক পর্যায়ে রয়েছেন, তাঁদের জন্য কিছু প্রাকৃতিক সমাধান হতে পারে আশার আলো।

নারকেল তেল ও পেঁয়াজের রসের মিশ্রণ চুলের গোড়ায় পুষ্টি জোগাতে কার্যকর। পেঁয়াজের রসে থাকা সালফার ও অ্যান্টি-অক্সিডেন্ট হেয়ার ফলিকল জাগিয়ে তুলতে সাহায্য করে। এ ছাড়া রোজমেরি এসেনশিয়াল অয়েল রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের পুনরুজ্জীবনে সহায়তা করে।

ডিমের হেয়ার মাস্ক, যা বায়োটিন ও প্রোটিনে সমৃদ্ধ, চুলের ভঙ্গুরতা কমাতে পারে। গ্রিন টি মাথার ত্বক ঠান্ডা রাখতে এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে চুল পড়া রোধে ভূমিকা রাখতে পারে। জবা ফুল ও পাতার পেস্ট চুলকে প্রাকৃতিকভাবে মজবুত ও রঙিন রাখতে সহায়তা করে।

তবে শুধু বাইরের যত্ন নয়, চুলের স্বাস্থ্যে খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। বায়োটিন, আয়রন, জিংকসমৃদ্ধ খাবার যেমন ডিম, বাদাম, শাকসবজি, ডাল ও গোটা শস্য খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মানসিক চাপ কমাতে নিয়মিত ঘুম, হাঁটা ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার গুরুত্বও উল্লেখযোগ্য।

তবে অ্যালোপেসিয়ার চিকিৎসা ও সমাধান এক দিনে সম্ভব নয়, এর পেছনে রয়েছে কারণভিত্তিক পর্যবেক্ষণ। ঘরোয়া পদ্ধতিগুলো পুরোপুরি নিরাময় না করলেও, চুলের স্বাভাবিক বৃদ্ধির পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রথম লক্ষণেই সচেতন হলে পরবর্তী ধাপে সমস্যার বিস্তার কমানো সম্ভব।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুড়িগ্রামে সাপুড়ের প্রাণ নেয়া সাপটি কাঁচা খেলেন আরেক সাপুড়ে

বিষধর সাপ ধরতে গিয়ে ছোবলে এক সাপুড়ে প্রাণ হারান । তারপর সেই সাপটি কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলেন আরেক সাপুড়ে। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের...

সুশান্তের মামলায় আইনি নোটিশ পেলেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই ক্লোজার রিপোর্ট জমা দেয়ার পর, এবার মুম্বাইয়ের এক আদালত রিয়া চক্রবর্তীর জবাব চেয়েছে। সুশান্তের মৃত্যু মামলায় ক্লোজার...

Related Articles

খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ‘ইসরায়েল কাৎজ’ ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। সেই সঙ্গে...

মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জসীমপুত্র রাতুল, বাবার কবরেই দাফন সম্পন্ন

নায়ক জসীমের ছেলে ও বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক জগতের আলোচিত সংগীতশিল্পী ও জনপ্রিয়...

সিরাজগঞ্জে কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে কাঁঠাল ও মুড়ি খাওয়ার পর খাদ্য বিষক্রিয়ায়...

হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো)...