Home আন্তর্জাতিক দখলদার ইসরায়েলির ছোড়া গুলিতে নিহত অস্কারজয়ী ফিলিস্তিনি চলচ্চিত্রকর্মী
আন্তর্জাতিক

দখলদার ইসরায়েলির ছোড়া গুলিতে নিহত অস্কারজয়ী ফিলিস্তিনি চলচ্চিত্রকর্মী

Share
Share

ইসরায়েলি দখলদারের গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের পরিচিত চলচ্চিত্রকর্মী, সমাজকর্মী ও শিক্ষক ওদে মুহাম্মদ হাদালিন।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় মাসাফের ইয়াত্তার এলাকার উম্ম আল-খাইর গ্রামের কমিউনিটি সেন্টারের সামনে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে বলে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সংবাদকর্মীরা নিশ্চিত করেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ সংবাদ উঠে এসেছে। রিপোর্ট অনুসারে, দীর্ঘদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের দমনপীড়নের বিরুদ্ধে সরব ছিলেন চল্লিশোর্ধ্ব হাদালিন।

এ বছরের অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এ তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই ডকুমেন্টারিতে মাসাফের ইয়াত্তার অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়নের বাস্তবচিত্র উঠে এসেছে, যা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়।
হাদালিনের বন্ধু ও সহনির্মাতা বাসেল আদরা সামাজিক মাধ্যমে তার বিয়োগের খবর জানিয়ে লিখেছেন, ‘আজ আমার বন্ধুকে খুন করা হলো। কমিউনিটি সেন্টারের সামনে শান্তভাবে দাঁড়িয়ে ছিলেন তিনি।

সেই সময় একজন দখলদার খুব কাছ থেকে তার বুকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমাদের একে একে নিঃশেষ করা হচ্ছে।’ ‘নো আদার ল্যান্ড’-এর আরেক নির্মাতা ও ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম ঘটনার একটি ভিডিও প্রকাশ করে হামলাকারীর নাম ইনোন লেভি বলে দাবি করেছেন।

আব্রাহাম জানান, এই ব্যক্তি আগেই সহিংসতা ও চরমপন্থার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ। ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘দেখুন, দখলদাররা কিভাবে উন্মাদের মতো গুলি চালায়।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই আটক করা হয়েছে ইনোন লেভিকে। এ ছাড়া আরো চারজন ফিলিস্তিনি ও দুই বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গুলিতে আহত হয়েছেন আরো একজন ফিলিস্তিনি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাদালিন ছিলেন হেবরনের দক্ষিণাঞ্চলের মাসাফের ইয়াত্তার অঞ্চলের বাসিন্দা। ১৯৮০-এর দশক থেকে এই অঞ্চলটিকে ইসরায়েল ‘সামরিক ফায়ারিং জোন’ ঘোষণা করে রেখেছে, ফলে বারবার উচ্ছেদ ও দমনপীড়নের শিকার হচ্ছেন এখানকার মানুষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নগদ টাকা লুট

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা আবদুর রহিম নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে । এ সময় ঘরে থাকা নগদ টাকা লুট করা হয়েছে বলে...

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০

জার্মানির স্টুটগার্টে শতাধিক যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছে তিনজন ও আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম জার্মানির স্টুটগার্টের কাছে রোববার...

Related Articles

ইউক্রেনে রুশ বোমা হামলা, নিহত ২২

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। সোমবার (২৮...

রাশিয়ায় ভূমিকম্পের পর, জাপানে সুনামির আঘাত

রাশিয়ার পূর্ব উপকূলে এক শক্তিশালী ভূমিকম্পের পর এবার সুনামি (সমুদ্রের ঢেউ বা...

শাহাজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ শরীফুল আলম (৩০), ও...

আজ ৩০ জুলাই ২০২৫ ইং, ইতিহাসের এই দিনে কি ঘটেছিল

সময় হারিয়ে যায় কালের গহ্বরে। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা।...