Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হয়েছে শিক্ষিকা মাসুকার দাফন
জাতীয়দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হয়েছে শিক্ষিকা মাসুকার দাফন

Share
Share

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তর ঘটনায় ওই স্কুলের শিক্ষিকা মাসুকা বেগম (৩৭) প্রাণ হারান । মঙ্গলবার (২২জুলাই) সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে জানাজা শেষে সম্পন্ন হয়েছে তার দাফন। মাসুকা বেগম জেলা সদরের চিলোকুট গ্রামের সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। মাসুকা বেগমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

পরিবার সূত্রে জানা যায়, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট। ১৫ বছর আগে মা মারা গেছেন। শিক্ষা জীবন শেষ করে প্রায় ৮ বছর আগে মাসুকা রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। গত ৩ বছর আগে সেখান থেকে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যোগদান করেন। সেখানে তার দায়িত্ব ছিল প্রাইমারি শাখার বাংলা ভার্সনে ইরেজি শিক্ষক হিসেবে। মাইলস্টোন প্রাইমারি বিভাগে ছাত্রছাত্রীদের কাছে তিনি শুধু শিক্ষকই নন, ছিলেন একজন বন্ধু, অভিভাবক, অনুপ্রেরণার উৎস। সততা, বিনয় আর দায়িত্ববোধে ছিলেন ব্যতিক্রমধর্মী একজন মানুষ।

সোমবার সকালে তিনি ক্লাস নিচ্ছিলেন। এসমন সময় বিকট শব্দে একটি প্রশিক্ষণের যুদ্ধ বিমান আঁচড়ে পড়ে। এতে তিনি সহ তার ক্লাস রুমের অসংখ্য শিক্ষার্থী আহত হন। তখন আহত তিনি জীবনবাজি রেখে ক্লাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি মাসুকার। সোমবার গভীর রাতে ঢাকা বার্ন ইউনিটে ইন্তেকাল করেন। মারা যাওয়ার ঠিক আগে পাশের বেডে থাকা আরেক সহকর্মীকে বলে যান, তার মরদেহ যেন সোহাগপুর বোনের বাড়িতে দাফন করা হয়। মৃত্যুর আগে মাসুকার বলে যাওয়া ওসিয়ত অনুযায়ী মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে তার বোনের বাড়িতে নিয়ে আসা হয় মরদেহ। এসময় এক হৃদয় বিদারক পরিস্থিতির অবতারণা হয়। সন্ধ্যায় স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

মাসুকার ভাগ্নি নিধি জানান, দুর্ঘটনার পর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না খালার। পরে প্রধান শিক্ষকের মাধ্যমে জানা যায় তিনি বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি, শরীরের প্রায় ৮৫% পুড়ে গেছে। রাত ১২টা ২০ মিনিটে বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি, খালা আর বেঁচে নেই। পরে আমরা ভোরে সেখানে যাই।

মাসুকা বেগমের এক মাত্র ভগ্নিপতি খলিলুর রহমান জানান- যখন মাসুকার বড় বোনকে আমি বিয়ে করি, তখন মাসুকার বয়স ছিল মাত্র ৫-৬ বছর। আমি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম। কখনো কল্পনাও করিনি, এমনভাবে চিরবিদায় জানাতে হবে তাকে। তিনি আরও বলেন, মাসুকাকে বিয়ে দিতে পারিনি। একমাত্র ভগ্নিপতি হিসেবে তা আমার ব্যর্থতা। শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো ভালবাসতেন সে।

মাসুকার বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী জানান, মাঝে মাঝে তার সাথে মাসুকার মুঠোফোনে কথা হতো। তার খোঁজ খবর নিতেন। হাত খরচ পাঠাতেন প্রতিমাসে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসজিদে নির্মাণ করা নতুন সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায়...

যন্ত্রণায় কাতরাচ্ছেন দগ্ধ দুই বোন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছেন যমজ বোন । বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে...

Related Articles

মোটরসাইকেল সংঘর্ষে আগুন ধরে তরুণ নিহত

নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে গিয়ে...

খাদে চাপা পড়া টেম্পো তুলতেই মিলল চালকের লাশ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশের খাদে পড়ে থাকা একটি টেম্পো উদ্ধারের সময় সেখান...

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

রাজধানীর উত্তরা য় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান...

মাইলস্টোন ট্র্যাজেডি : সরকারি হিসাবে নিহত হয়েছে ২৯ জন, আহত ৬৯

সরকার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা...